আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার

■ নাগরিক প্রতিবেদক ■ 

আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘লিফলেট এমন কিছু বক্তব্য লেখা আছে যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি হয়। তাই যারাই এ লিফলেট বিতরণ করছে তাঁদের গ্রেফতার করা হবে। এটা সরকারের কঠোর নির্দেশনা।’

প্রেস সচিব বলেন, ‘আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে।’

৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন প্রেস সচিব।

তিনি বলেন, “হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।”

এ সময় উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ, মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ। গত শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালন করে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।

১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *