অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

■ নাগরিক প্রতিবেদক ■ 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যা পাশে ছিলেন। বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন তারা।

বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স।

১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর এলাহী। চার বছর পর ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী। ২০০৩ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পরবর্তীতে ট্রাস্টি ও এমিরেটাস ট্রাস্টি হিসেবে সম্পৃক্ত ছিলেন।

তিনি ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। ২০০১ সালেও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তার বাইরে সংগঠক হিসেবেও অনেক কাজ করছেন সৈয়দ মঞ্জুর এলাহী। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও তিনি।

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্টিবোর্ডের সদস্যরা। একইসঙ্গে তারা দেশের অর্থনীতি ও সমাজসেবায় সৈয়দ মঞ্জুর এলাহীর অতুলনীয় অবদানের কথা স্মরণ করেন।

একনজরে অ্যাপেক্স গ্রুপ

প্রতিষ্ঠাকাল ১৯৭২

চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী

প্রতিষ্ঠানের সংখ্যা ৯

কর্মীর সংখ্যা ১৭ হাজার ৩২১

প্রতিষ্ঠান: অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড, অ্যাপেক্স ফার্মা লিমিটেড, অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেড, কোয়ান্টাম কনজ্যুমার সল্যুশন লিমিটেড, ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেড, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *