সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

■ সিলেট প্রতিনিধি ■ 

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ডোনার ১৩৩৯ নম্বর পিলারের কাছে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা হয়নি।  

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাটের আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুর রহমান গতকাল শুক্রবার বিকেলে মহিষ আনতে ডোনা সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর থেকে লাশ সীমান্ত এলাকায় পড়ে আছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আমরা খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছি। নিহত যুবকের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহ ভারতের ভেতরে থাকায় সেটি ফেরত আনার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মরদেহ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেছেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *