বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা

■ ক্রীড়া প্রতিবেদক ■

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ২৫টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ প্রার্থী।

যাচাই-বাছাই ও শুনানি শেষে বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। সেখান থেকে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬ জন। ২৫টি পরিচালক পদের জন্য ৩ ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জোবায়েদ হোসেন বলেছেন, ‘তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি।’ মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা ‘ব্যক্তিগত কারণে’ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনে সরকারি হস্তক্ষেপ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যে নির্দেশনা ছিল (১৫টি ক্লাবের ব্যাপারে), সেখান থেকে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। আরেকজনের ক্ষেত্রে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি।’ এ ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ১২টি পদের জন্য এখন প্রার্থী মাত্র ১৬ জন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন মোট ১০ জন পরিচালক। এই ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা ৭১ জন কাউন্সিলরই ভোটার হওয়ার কথা থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর না থাকায় ভোটার এখন ৭০ জন।

তবে এই ভোটাররা ভোট দেবেন শুধু নিজ নিজ বিভাগ থেকে পরিচালক নির্বাচনে। জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের ৬ জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেটের রাহাত সামসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।

ক্যাটাগরি-১–এ নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। ঢাকা থেকে তিন প্রার্থী বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মধ্যে ঢাকা বিভাগের কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন দুজন।

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪৫ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই ক্যাটাগরিতে প্রার্থী আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ।

বিসিবির নির্বাচনে প্রার্থী যারা

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)

ঢাকা বিভাগ

আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)

নাজমূল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)

এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)

রাজশাহী বিভাগ

হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)

এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)

রংপুর বিভাগ

মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)

মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব)

মোহাম্মদ লুৎফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)

ইশতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)

আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)

ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)

আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)

আমজাদ হোসেন (ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব)

শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)

এ কে এম আহসানুল হক মল্লিক (ইয়ং প্যাগাসাস ক্লাব)

মোহাম্মদ মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব)

মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)

এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)

ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)

মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব)

মোহাম্মদ রাকিবউদ্দিন (এইস ওয়ারিয়র্স)

মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব)

মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও সংস্থা)

দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার)

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *