৮৩ ইসকনভক্তকে ফেরত পাঠাল বেনাপোল ইমিগ্রেশন

■ যশোর প্রতিনিধি ■

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান।

দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হলে ফিরে যান তাঁরা।

যশোর ইসকনের সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, “ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু অনুমতি নেই জানিয়ে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছে।”

ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।

ভারতের পশ্চিমবঙ্গের উগ্রবাদী সংগঠনগুলো বাংলাদেশিদের ভিসা, চিকিৎসা সেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ দিচ্ছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *