পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

■ পঞ্চগড় প্রতিনিধি ■

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মধ্যবয়সী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী গ্রামের আব্দুল রফিক মিয়ার ছেলে।

আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারতে গরু আনতে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতর বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ গুলি চালালে নিহত হন আনোয়ার। চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ।

অন্যদিকে বিজিবি সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। পরে দুপুরে মোমিনপাড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে বিজিবি-পুলিশ যৌথভাবে আনোয়ারের লাশ নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, সীমান্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত হত্যা প্রতিরোধকল্পে বিজিবির টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।

পতাকা বৈঠকসহ সকল প্রক্রিয়া শেষে বিকালে বিএসএফ বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এদিকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে মরদেহটি বিএসএফের কাছ থেকে গ্রহণ করে বিকালে সব প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, মরদেহটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *