■ নাগরিক নিউজ ডেস্ক ■
রাজধানীর নিউমার্কেট এলাকার জনপ্রিয় চাঁদনী চক শপিং মলের ব্যবসায়ীদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সমর্থিত ও ফ্যাসিবাদের দোসর সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদারসহ কমিটির অন্য সদস্যদের বিরুদ্ধে দূর্নীতি, দোকান দখল, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, দোকানে তালা দিয়ে চাঁদা আদায়, জুলাই-আগষ্ট বিপ্লবে সাধারন ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী সন্ত্রাসীদের অর্থ ও মদদ দেওয়াসহ নানা অভিযোগে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক কমিটি বিলুপ্ত করে একজন প্রশাসক নিয়োগ দিয়েছেন।
সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামানকে প্রশাসক নিয়োগ দেয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা চান ব্যবসায়ীদের পাশে বিপদের সময় পাশে পাওয়া যায় এবং দূর্নীতিমুক্ত এমন ব্যক্তিদের দিয়ে আগামীতে বিজনেস ফোরামের কমিটি গঠিত হবে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সমাজসেবা কার্যালয়ে অভিযোগ দাখিল করেন এর প্রেক্ষিতে তারা সরজমিনে তদন্ত করেন এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া হয়।