প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুলের পদত্যাগ

■ নাগরিক প্রতিবেদক ■

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সরকারের চাপে বা সেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয় কিছুই বলতে চাইনা। আমি আমার পিএস এর মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

পদত্যাগ করে বড় কোন দায়িত্ব নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাচ্ছিনা।

এরপরের পরিকল্পনা কি? আপনি তো দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে শিক্ষকতায় আসবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এম আমিনুল ইসলাম বলেন, “আমি কোনো না কোনোভাবে শিক্ষকতায় থাকব।”

অধ্যাপক ড.  এম আমিনুল ইসলাম পদত্যাগ করার পর নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরো লিখেছেন, পদত্যাগ না করলে অব্যাহতির হুমকি দেয়া হয়েছে।

অধ্যাপক ড.  এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৯৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।

তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন। তাদের মধ্যে গত বুধবার (৫ মার্চ) অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এত দিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *