■ নাগরিক প্রতিবেদন ■
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই আঞ্চলিক জোটের সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হবে।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।
বিমসটেকের সম্মেলনে প্রথমদিন ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিমসটেক (BIMSTEC) হলো ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় বলা যায় ‘বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ’। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়।
বিমসটেক
সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড
চেয়ারম্যানশিপ তালিকা:
১৯৯৭–১৯৯৯ – বাংলাদেশ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)
২০০০ – ভারত (অটল বিহারী বাজপেয়ী)
২০০১–২০০২ – মিয়ানমার (রাষ্ট্রপতি থান শোয়ে)
২০০২–২০০৩ – শ্রীলঙ্কা (রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা)
২০০৪–২০০৫ – থাইল্যান্ড (প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা)
২০০৫–২০০৬ – বাংলাদেশ (প্রধানমন্ত্রী খালেদা জিয়া)
২০০৬–২০০৮ – ভারত (প্রধানমন্ত্রী মনমোহন সিং)
২০০৯–২০১৪ – মিয়ানমার (রাষ্ট্রপতি থিন সেন)
২০১৫–২০১৮ – নেপাল (প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি)
২০১৮–২০২২ – শ্রীলঙ্কা (রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা)
২০২২–২০২৫ – থাইল্যান্ড (প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা)