ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

■ ময়মনসিংহ প্রতিনিধি ■ 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত চালক জুলহাস উদ্দিন পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশন নামীয় পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়ার বাসে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুরো গাড়ি পুড়ে যায়।

 এ ঘটনায় মা ও ছেলেসহ আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানান, আলম এশিয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯৪১৮) ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত দুইটার দিকে ফুলবাড়িয়ায় পৌঁছায়। যাত্রী নামানোর পর ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীতে মূল সড়কে তেল নেওয়ার উদ্দেশ্যে বাসটি পার্ক করে রাখা হয়েছিল। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আগুন দেওয়ার সময় বাসের ভেতরে যাত্রী মো. শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা শারমিন সুলতানা রুমকি অবস্থান করছিলেন। ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই এলাকার বাসিন্দা এই মা-ছেলে ভোরে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আগুনে তারা দগ্ধ হন।

খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর থেকে একজনের সম্পূর্ণ ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে বাসের চালক জুলহাস বলে ধারণা করা হচ্ছে। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *