■ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। ২৮টি পদের বিপরীতে আজ বিকেল পর্যন্ত মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত জমা দিয়েছেন ১০৬ জন। কাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা আজ ৯৩টি ফরম সংগ্রহ করেছে। মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম। তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনো জানা যায়নি।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে ফরম নেননি।
আরেক প্রশ্নে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।
সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। এরপরই স্পষ্ট হবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন ২৬ আগস্ট। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৯৩টি ফরম বিক্রি হয়েছে মঙ্গলবার শেষ দিনে এসে। আগের আট দিনে বিক্রি হয় ৪৪২টি ফরম।
এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজারের বেশি। সেই হিসাবে প্রতি একশ জনে ১.৭৮ জন ডাকসু নির্বাচনে প্রার্থী হতে চান।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে মনোনয়ন ফরম বিক্রির তথ্য তুলে ধরেন।
এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সবচেয়ে বেশি ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩টি, জগন্নাথ হলে ৭৪টি, ফজলুল হক মুসলিম হলে ৮৬টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০টি, রোকেয়া হলে ৫৩টি, সূর্যসেন হলে ৯৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০টি, শামসুন নাহার হলে ৪২টি, কবি জসীম উদ্দীন হলে ১০৬টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৭৯টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯টি, অমর একুশে হলে ৯১টি, কবি সুফিয়া কামাল হলে ৮৮টি, বিজয় একাত্তর হলে ৯৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৮২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।