সাড়ে ৩ ঘণ্টা পর লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

■ নাগরিক প্রতিবেদন ■

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী উত্তরার লাভলীন বাংলা রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন বাংলা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সকাল ১০টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ক্রমান্বয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় আলামত নষ্টের অভিযোগে লাভলীন রেস্টুরেন্টের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

আটক হওয়া কর্মচারীর নাম ওবায়দুল ইসলাম (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগিনা কবির হোসেন ভবনটির মালিক। হোটেল মালিক ও ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের গ্যাসে লিকেজ থেকে আগুন লেগেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। কোনো ফায়ার সেফটি ছিল না। ভবনটিতে কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না। এই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো ফায়ার এক্সিটও ছিল না।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *