খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন

■ খুলনা প্রতিনিধি ■

খুলনার বড়বাজার সংলগ্ন স্টেশন রোড এলাকায় একটি পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডে পাটের তৈরি বস্তা রাখার একটি গোডাউনে ধোঁয়া দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা (রাত পৌনে ১২টা) পর্যন্ত দমকল বাহিনীর সাতটি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগা সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৭টি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। আগুন সম্পূর্ণ ছড়িয়ে যেতে দেয়নি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে, যেহেতু বস্তার মধ্যে পানি ঢুকতে চায় না। বস্তার ভিতরে আগুন আছে। লাখ লাখ বস্তা রয়েছে। তবে আগুন আর বাড়তে পারবে না। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে পারেনি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *