সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ ও সিরাজুল ইসলাম গ্রেফতার

■ নাগরিক প্রতিবেদন ■ 

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে শম্ভুকে গ্রেফতার করা হয়। এদিকে সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে ডলার সিরাজকে গ্রেফতার করা হয়।  

নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেকগুলো মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১৫ বছরে হয়েছেন বিত্তশালী। ১৯৯১ থেকে ২০২৩ সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে পাঁচবারই হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় সানজিদ হোসেন মৃধা নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমানসহ ২৩১ জনের নামে মামলা করা হয়েছিল।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে সানজিদের বাবা কবির হোসেন মৃধা এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেয়।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মামলার ১৯৩ নম্বর আসামি।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট শেখ হাসিনার নির্দেশে উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে ৩০০/৪০০ জন গুলি চালায়। এতে সানজিদসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিলে চিকিৎসক সানজিদকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ছাত্র–জনতা ডলার সিরাজকে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। এরপর যৌথ বাহিনী গিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিপলস ইউনিভার্সিটিতে আজ একটি বিশেষ সভা ছিল। সিরাজুল ইসলাম ওই ইউনিভার্সিটির চেয়ারম্যান। তিনি সভায় অংশগ্রহণের জন্য সেখানে যান। তখন সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।

সিরাজুল ইসলাম নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *