গোপালগঞ্জে সহিংসতায় নিহত রিকশা চালকের মৃত্যু  

■ গোপালগঞ্জ প্রতিনিধি ■

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত রিকশাচালক রমজান মুন্সি (৩২) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবারের ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।

এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্লা (৪৫)।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)।

রমজান মুন্সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

হাসপাতালে নিহত রমজান মুন্সির ভাই হিরা মুন্সি জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান রিকশা চালাতেন। গত বুধবার সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভ মিছিলের কারণে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। 
 
শুক্রবার সকালে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে  সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। তাৎক্ষণিকভাবে বাকি আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ড. রুহুল আমিন সরকার বলেন, সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে। সেখানে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গেল মঙ্গলবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তাদের এই কর্মসূচি ঘিরে ওইদিন রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরপরও বুধবার সমাবেশের আয়োজন করা হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায়। 

এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর আগেই সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষে হামলার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, দলীয় কর্মসূচি পালন করায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মামলাটি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *