ঈদে মিলতে পারে টানা ৯ দিনের ছুটি

■ নাগরিক প্রতিবেদক ■

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার অনুমোদন হলে এবার টানা ৯ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকার নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকছে এবারের ঈদুল ফিতরের ছুটি। ২৮ মার্চ শুক্রবার থাকায় টানা স্বাভাবিক ছুটি হচ্ছে ছয় দিন। সেই সঙ্গে ৩ এপ্রিলের ছুটি যোগ হলে ৪ ও ৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ টানা ছুটি হবে নয় দিন। যারা ব্যক্তিগতভাবে যারা ২৭ মার্চের ছুটি নিতে পারবেন তাদের টানা ছুটি হবে ১১ দিনের। 

২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। ঈদের আগে ২৭ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সরকারি কর্মচারীদের টানা ছুটি মিলবে আট দিন। অন্যদিকে ৩ এপ্রিল ছুটি ঘোষণা হলে টানা ছুটি মিলবে নয় দিন।

নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে উপদেষ্টা পরিষদে সারসংক্ষেপ উপস্থাপন করতে হয়। আগামী উপদেষ্টা পরিষদ বৈঠকে ঈদের ছুটি সংক্রান্ত সারসংক্ষেপ উত্থাপন হতে পারে। বৈঠকে নিয়মিত ছুটির বাইরে বাড়তি ছুটি অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে। ঈদ ছুটির আগে পরে সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে সেটা ৬ থেকে ৭ দিন পর্যন্ত হতে পারে। এই হিসেবে এবার ঈদুল ফিতরের টানা ছুটি মিলছে অন্তত ৬ দিন। 

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *