হামাসের শেষ শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাসাব নিহত

■ নাগরিক নিউজ ডেস্ক ■

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এক বিমান হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাসাব নিহত হয়েছেন। গাজায় বেঁচে থাকা হামাসের শীর্ষ সবশেষ রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন তিনি।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ইজ আল-দিন কাসাব নিহত হবার খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাসাব ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শেষ অবশিষ্ট সদস্যদের একজন, যেখানে তিনি গাজায় গোষ্ঠীটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার শীর্ষ দায়িত্বে ছিলেন।

সেনাবাহিনীর মতে, ‘কাসাব হামাস এবং গাজার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের জন্য দায়ী’।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কাসাব ছিল গাজায় ক্ষমতার একটি উল্লেখযোগ্য উৎস। তিনি গাজা উপত্যকার অন্যান্য উপদলের সাথে সংগঠনের কৌশলগত এবং সামরিক সম্পর্কে নির্ধারণ করতেন।  এ ছাড়া ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখতেন এই হামাস নেতা।

আইডিএফের মতে, কাসাবের সহকারী আয়মান আয়েশও হামলায় নিহত হয়েছেন।  ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এলাকায় এই বিমান হামলার ফুটেজও প্রকাশ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *