■ ক্রীড়া প্রতিবেদক ■
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও নবাগত ইতালি।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনে বাংলাদেশ কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। উদ্বোধনী দিনে ভারত আর পাকিস্তান খেলতে নামবে।
কলম্বোতে (এসএসসি) নেদারল্যান্ডসকে মোকাবিলা করবে পাকিস্তান, মুম্বাইয়ে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল যাবে সুপার এইটে সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী লড়াই।
৩০ দিনব্যাপী বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৫৫টি। খেলা হবে মোট আটটি ভেন্যুতে। ভারতের পাঁচটি ভেন্যু হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হলো কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম (আরপিসি), কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (এসএসসি) ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।
গ্রুপ
গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।
প্রথম পর্বের সূচি
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | পাকিস্তান-নেদারল্যান্ডস | কলম্বো |
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ | কলকাতা |
| ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-যুক্তরাষ্ট্র | মুম্বাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নিউজিল্যান্ড-আফগানিস্তান | চেন্নাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-নেপাল | মুম্বাই |
| ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড | কলম্বো |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | বাংলাদেশ-ইতালি | কলকাতা |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | জিম্বাবুয়ে-ওমান | কলম্বো |
| ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-কানাডা | আহমেদাবাদ |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নেদারল্যান্ডস-নামিবিয়া | দিল্লি |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত | চেন্নাই |
| ১০ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | পাকিস্তান-যুক্তরাষ্ট্র | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান | আহমেদাবাদ |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | শ্রীলঙ্কা-ওমান | ক্যান্ডি |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | নেপাল-ইতালি | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-নামিবিয়া | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে | কলম্বো |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | কানাডা-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস | চেন্নাই |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | আয়ারল্যান্ড-ওমান | কলম্বো |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-বাংলাদেশ | কলকাতা |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | আহমেদাবাদ |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-নেপাল | মুম্বাই |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | যুক্তরাষ্ট্র-নামিবিয়া | চেন্নাই |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-পাকিস্তান | কলম্বো |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | ইংল্যান্ড-ইতালি | কলকাতা |
| ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | নিউজিল্যান্ড-কানাডা | চেন্নাই |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | বাংলাদেশ-নেপাল | মুম্বাই |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত | দিল্লি |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | পাকিস্তান-নামিবিয়া | কলম্বো |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | ভারত-নেদারল্যান্ডস | আহমেদাবাদ |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ১১–৩০ মি. | ওয়েস্ট ইন্ডিজ-ইতালি | কলকাতা |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বেলা ৩–৩০ মি. | শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে | কলম্বো |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | আফগানিস্তান-কানাডা | চেন্নাই |
| ২০ ফেব্রুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭–৩০ মি. | অস্ট্রেলিয়া-ওমান | ক্যান্ডি |
