২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি

■ ক্রীড়া প্রতিবেদক ■

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও নবাগত ইতালি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনে বাংলাদেশ কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। উদ্বোধনী দিনে ভারত আর পাকিস্তান খেলতে নামবে।

কলম্বোতে (এসএসসি) নেদারল্যান্ডসকে মোকাবিলা করবে পাকিস্তান, মুম্বাইয়ে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল যাবে সুপার এইটে সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী লড়াই।

৩০ দিনব্যাপী বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৫৫টি। খেলা হবে মোট আটটি ভেন্যুতে। ভারতের পাঁচটি ভেন্যু হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হলো কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম (আরপিসি), কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (এসএসসি) ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।

গ্রুপ

গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

প্রথম পর্বের সূচি

তারিখসময়ম্যাচভেন্যু
০৭ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.পাকিস্তান-নেদারল্যান্ডসকলম্বো
০৭ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশকলকাতা
০৭ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.ভারত-যুক্তরাষ্ট্রমুম্বাই
০৮ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.নিউজিল্যান্ড-আফগানিস্তানচেন্নাই
০৮ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.ইংল্যান্ড-নেপালমুম্বাই
০৮ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডকলম্বো
০৯ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.বাংলাদেশ-ইতালিকলকাতা
০৯ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.জিম্বাবুয়ে-ওমানকলম্বো
০৯ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.দক্ষিণ আফ্রিকা-কানাডাআহমেদাবাদ
১০ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.নেদারল্যান্ডস-নামিবিয়াদিল্লি
১০ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাতচেন্নাই
১০ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.পাকিস্তান-যুক্তরাষ্ট্রকলম্বো
১১ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানআহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ডকলম্বো
১১ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজমুম্বাই
১২ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.শ্রীলঙ্কা-ওমানক্যান্ডি
১২ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.নেপাল-ইতালিমুম্বাই
১২ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.ভারত-নামিবিয়াদিল্লি
১৩ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.অস্ট্রেলিয়া-জিম্বাবুয়েকলম্বো
১৩ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.কানাডা-সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৩ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসচেন্নাই
১৪ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.আয়ারল্যান্ড-ওমানকলম্বো
১৪ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.ইংল্যান্ড-বাংলাদেশকলকাতা
১৪ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাআহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.ওয়েস্ট ইন্ডিজ-নেপালমুম্বাই
১৫ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.যুক্তরাষ্ট্র-নামিবিয়াচেন্নাই
১৫ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.ভারত-পাকিস্তানকলম্বো
১৬ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৬ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.ইংল্যান্ড-ইতালিকলকাতা
১৬ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.নিউজিল্যান্ড-কানাডাচেন্নাই
১৭ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.আয়ারল্যান্ড-জিম্বাবুয়েক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.বাংলাদেশ-নেপালমুম্বাই
১৮ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৮ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.পাকিস্তান-নামিবিয়াকলম্বো
১৮ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.ভারত-নেদারল্যান্ডসআহমেদাবাদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬বেলা ১১–৩০ মি.ওয়েস্ট ইন্ডিজ-ইতালিকলকাতা
১৯ ফেব্রুয়ারি ২০২৬বেলা ৩–৩০ মি.শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকলম্বো
১৯ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.আফগানিস্তান-কানাডাচেন্নাই
২০ ফেব্রুয়ারি ২০২৬সন্ধ্যা ৭–৩০ মি.অস্ট্রেলিয়া-ওমানক্যান্ডি
শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *