যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

■ নাগরিক নিউজ ডেস্ক ■

যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম পদক্ষেপ।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শিগগির ওয়াশিংটন সফরে গিয়ে কিছু ক্রয় চুক্তি ঘোষণার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। একটি সূত্র জানিয়েছে, শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা পরিষ্কার হলে ক্রয় চুক্তি আবার শুরু হতে পারে, তবে তা প্রত্যাশিত সময়ে নয়। আনুষ্ঠানিকভাবে কেনা বন্ধের লিখিত নির্দেশ এখনো দেওয়া হয়নি, তাই চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব। কিন্তু এ মুহূর্তে কোনো অগ্রগতি নেই।

রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিকস ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে থেমে গেছে। ফেব্রুয়ারিতে ট্রাম্প ও নরেন্দ্র মোদি যৌথভাবে এসব কেনা ও যৌথ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এ ছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি-৮১ নজরদারি বিমান ও সহায়ক সরঞ্জাম কিনতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণারও পরিকল্পনা করেছিলেন রাজনাথ সিং। যা এখন বাতিল সফরের সঙ্গে আটকে গেছে।

যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত অভিযোগ করছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অথচ ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক, রাশিয়া ছিল তার প্রধান সরবরাহকারী। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ক্রমে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশ থেকে ক্রয়ের দিকে ঝুঁকেছে। তবু দীর্ঘদিনের সামরিক সম্পর্কের কারণে রাশিয়ান অস্ত্রের ওপর সম্পূর্ণ নির্ভরতা কাটানো কঠিন হবে। সম্প্রতি রাশিয়া ভারতকে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থাসহ নতুন সামরিক প্রযুক্তি বিক্রির প্রস্তাব দিয়েছে। তবে ভারত এখনই নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *