ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ১৯৭৪

■ নাগরিক নিউজ ডেস্ক ■

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের এ হামলায় নিহত হয়েছেন ৪৬ জন। আহত হয়েছেন ৮৫ জন। 

লেবাননে গত এক বছরে ইসরায়েলি হামলায় মোট ১,৯৭৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন। 

এছাড়া ইসরায়েলি হামলায় ৯৩৮৪ জন মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

রয়টার্স জানায়, হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান বৈরিতাই এই প্রাণঘাতী সংঘর্ষের কারণ।

চলমান এ হামলায় লেবাননের বেসামরিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে দেশটিতে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। 

আল-জাজিরার খবরে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। 

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কমপক্ষে ২৪০টি রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলের পদাতিক বাহিনীর মধ্যে বুধবার প্রথমবারের মতো সম্মুখযুদ্ধ হয়েছে। সেখানে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
 
ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এছাড়া, ইসরায়েল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *