■ নাগরিক প্রতিবেদন ■
জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন।
বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের সদস্যরা আটক করেছে।
সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার কথিত এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেফতার হন এনায়েতুর রহমান চৌধুরী ওরফে এনায়েত করিম। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এসব অভিযোগে তাকে রমনার থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় এই শওকত মাহমুদের নাম এসেছে।
গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হন ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। আর মহাসচিব করা হয় শওকত মাহমুদকে।
২০২৩ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়।
