জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে এক শিক্ষিকা মারা গেছেন। মৃত জান্নাতুল ফেরদৌস চারুকলা বিভাগের প্রভাষক এবং জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিনেট হল থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রভাষক জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে থাকায় সকালে নির্বাচন কমিশনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে গিয়েছিলেন। এরপর সেখানে থেকে বের হয়ে দরজার সামনে আসার পরপরই হঠাৎই অচেতন হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হলে তাৎক্ষণিক এনাম মেডিকেল নিয়ে যাওয়া হয় ও তার ইসিজি করা হয়। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মাথায়ই মারা গিয়েছিলেন।

শুক্রবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে মৃত জান্নাতুল ফেরদৌসকে তার গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসের মাথায়ই মারা গিয়েছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোট গণনা শুরু হয় রাত সোয়া দশটার দিকে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কাজ।

এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *