■ গাজীপুর প্রতিনিধি ■
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি পরিবারের কাছে ফিরেছেন।
তাহরিমা জান্নাত সুরভীর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান ।
এর আগে সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে সুরভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ নিয়ে আদালত চত্বরে প্রতিবাদ এবং সুরভীর মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
এ ঘটনার পর বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাজমুল হক চৌধুরী বিপ্লব বলেন, যে সাংবাদিক মামলাটি করেছিলেন তিনি আদালতে কোনো প্রকার যোগাযোগ করেননি। কোনো প্রকার তথ্য দেননি। বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদালত চত্বরে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তা আদালতকে অবহিত করা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।
সুরভীর আইনজীবী রাশেদ খান বলেন, “মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না। এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে।”
মামলায় উল্লেখ করা ২১ বছর বয়সি সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
গ্রেফতারের দিন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের যুবকের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিং-এর অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও অভিযোগ আছে।
তিনি বলেন, সম্প্রতি সংঘবদ্ধ প্রতারক চক্র জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
