নতুন ভোরের প্রত্যাশায়
-শহীদুল জাহীদ
কবে আসবে সেই দিন
সেই নতুন সূর্যালোক,
সুখের অশ্রুয় ভিজবে সেদিন লক্ষ কোটি চোখ।
অপেক্ষায় আছে পুরো জাতি,
এদেশের কামার কুমার কৃষক মেহনতি।
সবাই অক্লেশে দাঁড়িয়ে আছে
তোমাদের করবে আলিঙ্গন।
সুদিন আসবেই, সুদিন আসবে,
কোটি প্রাণের ভালবাসায় তোমরা সত্যিই ভাসবে।
তোমাদের ভয় নাই,
অফুরন্ত সাহস যার বুকে, তার ক্ষয় নাই।
সবুজ জমিনে তোমরাই লিখবে বিজয়ের কাব্য,
তোমাদের হাতেই শোভা পাবে রক্তিম সুর্য গোলক।
আঁধার চেরা পথ দেখাবে ঐ ধ্রুবলোক,
তোমাদের বিজয় নিশান শক্তিশালী হোক।
তোমাদের সেই বিজয়ের দিনে,
লাল সবুজের পতাকায় উদ্ভাসিত হবে
আমার বাংলা মায়ের হাসি- সেই সত্যি হোক।
আগস্ট ৩, ২০২৪
লেখক: কবি, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক