জেনেভা ক্যাম্পে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ

■ নাগরিক প্রতিবেদক ■ 

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপি।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ জানান, সন্ধ্যা ৬টায় এ অভিযান শুরু হয়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৩৫টি তাজা ককটেল জব্দ করা হয়। এ ছাড়া ককটেল তৈরির কিছু সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে তাজা ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যহত আছে।

জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে দীর্ঘদিন ধরে এ কারখানাটি চালু ছিল। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা তৈরি করার পরিকল্পনার অংশ হিসেবে এখানে বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বুনিয়া সোহেল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লোক এনে এসব ককটেল তৈরি করাত এবং সেগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে তাদের ধারণা।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল, তৈরির সরঞ্জাম ও বেশ কিছু হেলমেট উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *