■ নাগরিক প্রতিবেদন ■
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটারের সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৯ লাখ ৫৩ হাজার অতিক্রম করেছে।
বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মতে, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন, যা সর্বোচ্চ। এ ছাড়া, কাতারে ৬৩ হাজার ৭৩৯, মালয়েশিয়ায় ৫১ হাজার ১৭০, ওমানে ৪৭ হাজার ৬৭, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১৭৯ ও যুক্তরাষ্ট্রে ২৭ হাজার ৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার।
জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৮ হাজার ২৭৪ জন, ঢাকায় ৭১ হাজার ৪৬২, চট্টগ্রামে ৬৭ হাজার ৪৭৩, নোয়াখালীতে ৪৫ হাজার ৭৮ ও সিলেটে ৩২ হাজার ৪৮০ জন
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১৩ হাজার ৬২ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ জন ও কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ।
প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে বড় একটি অংশই সরকারি চাকরিজীবী, যার সংখ্যা ৩ লাখ ১ হাজার ৭১ জন। এ ছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৪৬ হাজার ৮০০ জন কর্মকর্তা-কর্মচারী, ৪ হাজার ৩৬৭ জন আনসার ও ভিডিপি সদস্য এবং আইনি হেফাজতে থাকা ৩ হাজার ৬৭৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টাল ভোটের এই নিবন্ধনপ্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য ভোটারদের নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে কমিশন।
