সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর

■ নাগরিক প্রতিবেদক ■

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কারণে ছাত্র-জনতা সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর

বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদের কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে শহরের টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে।কার্যালয়ের আসবাব ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এর পর পাশেই জাসদ (ইনু) কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর শহরের শিববাটির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্র-জনতা। সেখানেও ভাঙচুর করা হয়। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

এদিকে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলার পাকুল্লায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা

আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রাতে এক দল বিক্ষুব্ধ ছাত্র-জনতা খরমপট্টি এলাকায় আবদুল হামিদের বাসভবনে যায়।  সেখানে হামলা, ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা। 

এর আগে স্কাভেটর দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লণ্ডভণ্ড অফিসটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। আর বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে টয়লেট ঘোষণা করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের পৈত্রিক বাড়ি 

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বায়তুল আমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে ভাঙচুর চালানো হয়।

এর আগে শহরের মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় বায়তুল আমানের সামনে জড়ো হয়। পরে ভেকু দিয়ে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। 

বায়তুল আমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের পৈত্রিক বাড়ি। এই বাড়িটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভা হওয়ার কথা ছিল। পরে পাকিস্তানি পুলিশ বাহিনীর বাধায় ঢাকায় রোজ গার্ডেনে সভা অনুষ্ঠিত হয়েছিল।

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা

গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করেন উত্তেজিত জনতা।

এলাকাবাসী জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল উত্তেজিত জনতা হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় তারা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতর প্রবেশ করে। তবে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর করে। এর আগে উত্তেজিত জনতা প্রতিমন্ত্রীর বাসভবনের পাশে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল ভাঙচুর করে।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম মোবাইল ফোন রিসিভ করেননি।

সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর

মির্জা আজমের বাড়িতে ভাঙচুর

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি  মির্জা আজমের জামালপুর শহরের বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলায় অবস্থিত মির্জা আজমের বাড়িতে বুলডোজার দিয়ে মূল ফটক ভাঙচুর করে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাসের নেতৃত্বে একদল ছাত্র ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ফ্যাসিবাদীদের চক্রান্ত রুখতে সাধারণ জনতার যেকোনো আন্দোলনের সঙ্গে তারা পাশে থাকবে।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। 

রাজশাহী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন

 রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় একদল লোক। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে একদল লোক বাড়িটিতে আগুন দেয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৪০০ থেকে ৪৫০ জন লোক একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো কক্ষে ভাঙচুর চালানো হয়। পরে চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নারায়ণগঞ্জে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের তিন ম্যুরাল

 নারায়ণগঞ্জ শেখ মুজিবুর রহমানের তিন ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের সামনের ম্যুরালগুলো ভেঙে ফেলা হয়।

সুনামগঞ্জে পাঁচ ম্যুরাল ভাঙচুর

সুনামগঞ্জেও গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ওলামা মশায়েখরা। বিক্ষুব্ধরা সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ ও সদর উপজেলা প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছেন। একই সময়ে শহরের হাছননগরের ডংকা শাহ্’র মাজারের স্থাপনা ভেঙে দেন বিক্ষুব্ধরা। জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে থাকা ম্যুরালও ভাঙচুর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

খুলনায় শেখবাড়ি ধ্বংসস্তূপ 

খুলনায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আলোচিত শেখবাড়ি। এ সময় বাড়িটির সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর শেরেবাংলা রোডের বাড়িটির সামনে জড়ো হন। পরে রাত সোয়া ৯টার দিকে বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। 

সিলেটে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

সিলেটে এবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ম্যুরালটির অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মুসলিম জনতার ব্যানারে ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়েছিল। 

চট্টগ্রামে ২ ম্যুরাল ভাঙচুর

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল রাতে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে পুরোনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন। পরে সেখান থেকে তারা জামালখান মোড়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এর আগে বিক্ষুব্ধরা একটি মশাল মিছিল বের করেন। 

কুষ্টিয়ায় মাহবুবউল-আলম হানিফের বাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল-আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে একটি দল। গতকাল রাত ১০টার দিকে এক্সক্যাভেটর নিয়ে তারা বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে। প্রায় আধা ঘণ্টা পর দলটি চলে যায়। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ওই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। 

রাবিতে চার স্থাপনার নতুন দেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেখ পরিবারের সদস্য ও জাতীয় চার নেতার একজনের নামে থাকা সব স্থাপনার নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত ৯টার দিকে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে চারটি আবাসিক হল ও একটি স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের পরিবর্তে ‘শহীদ আলী রায়হান হল’, শেখ হাসিনা হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের পরিবর্তে ‘নবাব ফয়জুন নেসা চৌধুরানী’ ও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে ‘রিয়া গোপ মডেল স্কুল’ নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন। 

ইবিতে শেখ হাসিনার ঘৃণাসূচক ছবি টানিয়ে গণজুতা নিক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে শেখ হাসিনার ঘৃণাসূচক ছবি টানিয়ে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে তার ফেসবুক লাইভে আসার প্রতিবাদ জানান।

নাটোরে শিমুলের ‘জান্নাতি প্যালেসে’ আগুন

নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের পোড়া বাড়ি আলোচিত ‘জান্নাতি প্যালেসে’ আবারও আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল বুধবার রাতে শিক্ষার্থীরা শহরের কান্দিভিটা এলাকায় সাবেক আগুন দেন। এসময় মাইক বাজিয়ে মিছিল নিয়ে কান্দিভিটাস্থ শিমুলের জান্নাতি প্যালেসে যান এবং আগুন দেন। প্রায় এক ঘণ্টা পোড়া বাড়ির ভেতরে ছিলেন ছাত্ররা। 

বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর ডুপ্লেক্স ও আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন

বরিশাল নগরীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ডুপ্লেক্স ও জেলা সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় শত শত ছাত্র-জনতা প্রথমে নগরের কালীবাড়ি সড়কে হাসানাতের বাসভবন ভাঙচুর শুরু করে। সেনাবাহিনী এসে প্রথমে বাধা দিলেও পরে ফিরে যায়। সেখানে ভাঙচুর শেষে রাত ২টার দিকে ছাত্র-জনতা যান বগুড়া সড়কে আমির হোসেন আমুর ডুপ্লেক্স বাসায়। সকাল পর্যন্ত সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর চলতে থাকে।

তোফায়েলের ভোলার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজিপুর রোডে প্রিয় কুটিরে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার রাত পৌনে একটার দিকে আগুন দেওয়া হয়। পরে মিছিলকারীরা বাসার ভেতর থেকে কিছু আসবাবপত্র রাস্তায় আগুন দেওয়া হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *