■ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ২৫৫ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাতজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন লড়বেন। এছাড়া সিনেটের পাঁচ পদের বিপরীতে লড়বেন ৬০ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক ৭ জন, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারি তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারি বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৮ জন, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন এবং সহকারি পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়বেন।
রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রতিনিধিরা আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ভিপি, জিএস, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কার্যনির্বাহী সদস্য পদে একজন করে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া সিনেটে দুইজন সদস্যের প্রার্থিতা বাতিল হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থী- সহসভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক পদে রিসার্চ চাকমা এবং সিনেট সদস্য পদে মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফিন আজমির।
সাতজনের মনোনয়নপত্র কেন বাতিল হলো এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে প্রার্থী ছিল মোট ৩২২ জন। এর মধ্যে ২৫৫ জন রাকসুতে, ৬০ জনকে সিনেটে সিলেক্ট করা হয়েছে। এছাড়াও সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদেরকে আগামীকালের মধ্যেই আপিল করতে হবে। আপিলটি গ্রহণযোগ্য হলে আমরা সেটা বিবেচনা করবো আর গ্রহণযোগ্য না হলে সেটি বাতিল করা হবে। ব্যাংক রশিদ, স্বাক্ষর, ছবি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।’