সাফজয়ী দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

■ ক্রীড়া প্রতিবেদক ■

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কখন দলটির সঙ্গে দেখা করবেন সেই সময়সূচিও জানিয়ে দেন তিনি।  

আসিফ বলেন, ‘আপনারা জানেন গতকাল বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। প্রধান উপদেষ্টাও (ড. ইউনূস) তাদের অর্জনে অভিনন্দন জানিয়েছেন। আগামীকাল শনিবার বেলা ১১টায় নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন তিনি। এই জাতীয় ও আন্তর্জাতিক অর্জন বিজয় উপহার দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করছি। 

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘দেশবাসী যেভাবে তাদেরকে বরণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য… সেই বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। সেই বিষয়ে দ্রুতই সমাধান করবো। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারব বলে আশাবাদী।’

সংবাদমাধ্যমে ঘোষণা দেওয়ার আগেই বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ পিটার বাটলারের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় বাফুফের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। 

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো দলটি ছাদখোলা বাসে সন্ধ্যা ৭ টার দিকে বাফুফে ভবনে যায়। সেখানে সাবিনা, ঋতুপর্ণা, তহুরাদের স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এর আগে দুপুরে নারী ফুটবল দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’

সন্ধ্যার দিকে এক বিবৃতিতে বিসিবি জানায়, নারী দলকে ২০ লাখ  টাকা পুরস্কার দেওয়া হবে। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-সানজিদাদের ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।

বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের হয়ে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ২০২২ সাফে একই ভেন্যুতে এই নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

শিগগিরই নারী ফুটবলারদের বেতন ও পাওনা নিয়ে সমস্যার সমাধান

টানা দ্বিতীয়বার বাংলাদেশকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছে মেয়েরা। যদিও তাদের আর্থিক প্রাপ্তির খাতায় কেবলই শূন্যতা। তবে শিগগিরই তাদের বেতন ও অন্যান্য পাওনা নিয়ে এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

গত কয়েকদিনে বাংলাদেশের নারী ফুটবলারদের বেতন না পাওয়ার প্রসঙ্গ অনেকবারই উঠে এসেছে সংবাদমাধ্যমে। শুধু মেয়েরা নন, তাদের ব্রিটিশ কোচ পিটার বাটলারও ক্ষোভ-অভিমানে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় জানান, তিন মাস ধরে বেতন পান না তিনি।

নারী ফুটবলারদের বেতন বাড়ানো হলেও স্পন্সর সংকটে ফিফার বার্ষিক তহবিল থেকে তাদের বেতন দেওয়া হতো বলে জানা যায়। যদিও তখন বেতন দিতে দেরি হতো, কিন্তু বর্তমানে দুই মাসের বেতনই বকেয়া হয়ে গেছে।

সাফ শিরোপাজয়ের পর মেয়েদের বেতন বকেয়া থাকার বিষয়টি ফের আলোচনায় আসে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং চলাকালে এ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মেয়েদের বেতন বকেয়া থাকার দায় বাফুফের সদ্য সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে দিয়ে তিনি বলেন, ‘সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে।’

‘সেটা সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে। দেশের নারী ক্রীড়াবিদদের বেতনবৈষম্য নিয়ে আলোচনা করছে সরকার। নারী অ্যাথলেটরাও যাতে পুরুষদের সমান বেতন পায়, তা নিয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা চলছে।’ যোগ করেন তিনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *