■ নাগরিক প্রতিবেদক ■
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ৯ তারিখ আগামী ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে পবিত্র হজ। আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা ইসলামি চন্দ্রপঞ্জিকার ১২ তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয়।
মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু। আর আগামী ১০ জিলহজ অর্থাৎ ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এই দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর সেই মহান আত্মত্যাগ, যেখানে তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।
ঈদুল আজহার দিনে মুসলমানরা নামাজ আদায় করেন, কুরবানি দেন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এই উৎসবটি বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ত্যাগ, শ্রদ্ধা, ঐক্য ও দানশীলতার প্রতীক।
ওমান ও ইন্দোনেশিয়ায়ও আগামী ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ৭ জুন।
আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পড়ে। যারা হজ পালন করেন না তাদের অনেকে সেদিন রোজা রাখেন।
শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছেলেন। যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।
এদিকে পাকিস্তানে আজ চাঁদ দেখতে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। তবে এদিন দেশটিতে চাঁদ দেখা যায়নি। তাই পাকিস্তানের মানুষ আগামী ৭ জুন পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করবেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।