আইনশৃঙ্খলার অবনতিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

■ নাগরিক প্রতিবেদক ■ 

দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজে, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

রাজধানীর আসাদগেট ও জিগাতলা এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টার পর আসাদগেট এলাকায় সড়ক আটকে মিছিল করে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজট তৈরি হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আশপাশের প্রতিষ্ঠানের ১০-১৫ জন শিক্ষার্থী রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে তারা আটকে রাখা গাড়ি ছেড়ে সড়কের মাঝখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। বেলা ২টার দিকে তারা সড়ক থেকে চলে যায়।’

একই দাবিতে বেলা ১টার দিকে জিগাতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আরেক দল শিক্ষার্থী। তারা প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে জিগাতল থেকে সিটি কলেজ হয়ে আবার জিগাতলায় আসে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, “আব্দুর রউফ কলেজের কিছু স্টুডেন্ট ধর্ষণবিরোধী মিছিল করেছে।

‘তারা ধর্ষণের বিচারের দাবিতে বেলা ১টার দিকে জিগাতলা থেকে মিছিল নিয়ে সিটি কলেজ হয়ে ঘুরে দেড়টার দিকে মিছিল শেষ করে চলে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এর আগে রোববার বেলা ১১টার দিকে নিউমার্কেট-মিরপুর সড়কের আসাদগেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ও এলাকার জনতা অংশ নেন।

প্রথম দিকে আসাদগেটের পুরো সড়ক অবরোধ করা হয়। পরে তালুকদার ফিলিং স্টেশনের সামনের একপাশে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও প্রকাশ্যে বিচার দাবি করেন।

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে কলেজের বকুলতলায় এই সমাবেশ করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

একই দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সকালে বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন কিছু শিক্ষার্থী।

একই দাবিতে দুপুরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।

শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণসহ ডাকাতি, গুম, খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস নামের চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে। বাসটি গাবতলী থেকে নাটোরের বড়াইগ্রামের উদ্দেশে রওনা হয়। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক এলাকা অতিক্রমের পর বাসে যাত্রীবেশে ডাকাতেরা যাত্রীদের জিম্মি করে ফেলে।

এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার ও মির্জাপুর থানার এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার সাভার থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *