জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম ইকবাল

■ ক্রীড়া প্রতিবেদক ■

জ্ঞান ফিরেছে অসুস্থ তামিম ইকবালের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি।

হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমের হার্টে রিং পরানো হয়েছে। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে। 

এর মধ্যেই সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। 

দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখন তামিমের জ্ঞান ফিরেছে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক দল তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

এবারের ডিপিএলে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান দলে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সতীর্থ তামিম যে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, একই দলে খেলায় সেটা আগেই সাইফউদ্দিন খেয়াল করেছিলেন। আজ সন্ধ্যায় সাইফউদ্দিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্যটাই জানিয়েছেন। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘ডিপিএলে আমি সব সময় তার পাশের সিটে বসি। গত কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করলাম তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আজকে ম্যাচের টস করে আসার পর ড্রেসিংরুমে তার হাত দিয়ে বুক ধরছিলেন। তখনো বলছিলেন মনে হয় গ্যাস্ট্রিক অনেক সমস্যা করছে। কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি | দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর ব্যাটিং নিলে ফিল্ডিংয়ের সময় তামিম অসুস্থ হলে চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।

তামিমের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

পরে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে নেয়া হয়েছে।’

এদিকে, তামিমের পেজ থেকেও এডমিনের বরাতে একটি পোস্টে বিস্তারিত জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

 তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

সাকিব আজ ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিয়েছেন। কিন্তু সতীর্থ তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়েছে, সেটা স্পর্শ করেছে সাকিবকেও। তামিমের জন্য দোয়া চেয়ে নিজের ৩৮তম জন্মদিনের দিন অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন,

‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

তামিম, সাকিব বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন। ৩৮তম জন্মদিনের দিন সাকিব স্মরণ করলেন তামিমের সঙ্গে ক্রিকেট মাঠের পুরোনো স্মৃতি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন। কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

২০ মার্চ তামিমের ৩৬তম জন্মদিনের দিন আইসিসির কাছ থেকে অবৈধ বোলিং অ্যাকশন শোধরানোর সুখবর পান সাকিব। আজ সাকিবের ৩৮তম জন্মদিনের দিন তামিম ভর্তি হলেন হাসপাতালে। অথচ টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। পরে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।

তামিমের জন্য দোয়া চাইলেন হামজারা

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ খেলা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বলে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছে বাংলাদেশ ফুটবল দল।

এএফসি এশিয়ান কাপ বাছাই ভারত ম্যাচ সামনে রেখে আজ সন্ধ্যার পর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। অবশ্য এর আগে তামিমের অসুস্থতার খবর কানে পৌঁছে যায় তাঁদের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

বাংলাদেশ সময় সকাল ৯টায় বিকেএসপির তিন নম্বর মাঠে শুরু হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডান অধিনায়ক টসের পর তামিমের অবস্থা বেশি খারাপ হওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানানো হয়েছে তামিমের পেজে।

সেখানে বলা হয়েছে, ‘শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাঁকে আবার নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

এদিকে, কাল শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

তামিম ইকবালের সুস্থতা কামনায় মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্স

খেলোয়াড়ি জীবনে বহুবারই তামিম ইকবাল এবং লাসিথ মালিঙ্গা খেলেছেন একে অন্যের বিপক্ষে। তবে ২২ গজের ক্রিকেট থেকে দুজনেই এখন অবসরে। তামিম ইকবাল অবশ্য খেলছেন ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। মালিঙ্গা এখন পুরোদস্তুর কোচ। খেলোয়াড় হিসেবে মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও তামিম ইকবালের দুঃসময়ে তাকে ঠিকই স্মরণে রেখেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি। 

তামিমের জন্য বার্তা পাঠিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ফেসবুক পেইজে তামিমের ছবি যুক্ত করে তারা লিখেছে, ‘দ্রুত সুস্থ হও তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’ 

সোমবার সকালে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরেই সেখানে একটি রিং পরানো হয়। যদিও এখন পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই রাখা হয়েছে। 

তামিম ইকবালের এমন পরিস্থিতিতে তার প্রতি শুভকামনা জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি। সবসময় মাঠে যেমন লড়ে গিয়েছো সেভাবেই লড়তে থাকো।’ 

তামিম যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেই কামনা করে মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, নাহিদ রানারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের এমন এক তারকা ক্রিকেটারের হঠাৎ অসুস্থ হওয়ার সংবাদ স্পর্শ করেছে লাসিথ মালিঙ্গা, হার্শা ভোগলে, যুবরাজ সিংদেরও। হার্শা নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। তোমাকে শিগগিরই আমাদের পাশে দেখার আশা করছি এবং আমাদের সঙ্গে কাজ করবে।’ ২০২৪ সালে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকক্ষে হার্শার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন।

এ বছরের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি। মনে রাখার মতো অনেক জয় তিনি এনে দিয়েছেন। যুবরাজের মতে অতীতে তামিম ২২ গজে অনেক কঠিন পরিস্থিতি সামলে জয়ী হয়েছেন, এবারও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে যুবরাজ লিখেছেন, ‘তামিম ইকবাল ও তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা ও শুভকামনা। তুমি এর আগে অনেক কঠিন প্রতিপক্ষ মোকাবিলা করেছ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। এবারও ভিন্ন কিছু হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্তিশালী থেকো চ্যাম্পিয়ন।’

যুবরাজ ভারতের জার্সিকে বিদায় বলেছেন ২০১৯ সালে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে তামিম-যুবরাজ মুখোমুখি হয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে তামিমের আরেক প্রতিপক্ষ মালিঙ্গা ছিলেন প্রতিপক্ষের যম। তামিমকেও বলে কয়ে আউট করতেন মালিঙ্গা। আজ সেই তামিমের জন্য মন খারাপ মালিঙ্গা-যুবরাজদের।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *