:: নাগরিক প্রতিবেদন ::
রাজধানীতে হিট স্ট্রোকে রুশমিয়া জেবিন (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে ঢাকার পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
রুশমিয়া জেবিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মনির চেয়ারম্যানের বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের চার ভাই-বোনের মধ্যে সে মেজো। পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করত জেবিন। আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের বাবা ফরিদ আহমেদ বলেন, রুশমিয়া জেবিন বুধবার বিকেলে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসক জানায় সে হিট স্ট্রোকে মারা গেছে।
জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেলে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।