:: নাগরিক নিউজ ডেস্ক ::
তীব্র দাবদাহে প্রচণ্ড অসুস্থ হয়ে মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও যশোরে মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মারা গেছেন।
মানিকগঞ্জে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে মারা যাওয়া হাসিনা পারভীন (৪২) সদর উপজেলার বাসুদেবপুর ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় -এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার জয়রা গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। নাগরিক নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক।
বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক জানান, শিক্ষক হাসিনা পারভীন ঢাকার পপুলার হাসপাতালে শনিবার দুপুরে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। পারভীন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।
যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ আহসান হাবিব রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে মারা যান। নিহতের স্বজনদের দাবি, তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।
আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক ছিলেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান শিক্ষক আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব আজ সকালে মাঠে কাজ করে ৯টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ বলেন, সকালে ওই স্কুলশিক্ষককে (আহসান হাবিব) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চূড়ান্ত রিপোর্ট পেলে প্রকৃত তথ্য জানা যাবে।