■ নাগরিক প্রতিবেদন ■
রাজধানীর সম্প্রীতি ও সৌহার্দ্যর উদ্যোগে বাসাবো তরুণ সংঘ মাঠে ইউনিভার্সেল চিলড্রেন্স ডে ২০২৪ উদযাপিত হয়েছে। পায়রা উড়িয়ে শিশুদের রাঙানো ও দেশাত্মক শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ইউনিভার্সেল চিলড্রেন্স ডে ২০২৪ কার্যক্রম:
১/ শিশুর মেধা ও শারীরিক বিকাশে সচেতনতা বৃদ্ধি।
২/ পরিবেশবান্ধব সমাজ গঠনে নদী,বায়ু, শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি
৩/ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার প্রশিক্ষণ।
৪/ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার বিতরণ।
৫/ কেক কাটা
৬/ ছোট হাত পতাকা উপর প্রদান
৭/ মাথার পতাকা প্রদান
৮/ দেশাত্মক গান পরিবেশন
৯/ ছোট গল্প কবিতা প্রতিযোগিতা
১০/ বড় বড় দেশাত্মক পতাকা ডিসপ্লে
১১/ মুক্ত আলোচনা- দেশের প্রতি শিশুদের করণীয়