:: ক্রীড়া ডেস্ক ::
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এবার এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি।
এই ম্যাচ শুরুর আগে আইপিএলে ২৩২ ম্যাচে ২২৪ ইনিংসে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ৬৯৮৮ রান। সুতরাং, হাজার রান পূরণের জন্য আর ১২ রান করলেই হতো।
ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলকে চার মেরে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। অর্থাৎ ২৩৩ আইপিএল ম্যাচের ২২৫ ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি। শেষ পর্যন্ত কোহলি ৫৫ রানে আউট হয়ে আইপিএলে নিজের নামের পাশে মোট ৭০৪৩ রানের কীর্তি গড়েন।
আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান (৬৫৩৬)। তবে কোহলির সঙ্গে তার রানের ব্যবধান প্রায় ৫০০ রানের। কোহলি ও ধাওয়ান বাদে আইপিএলে ৬০০০ রানের গণ্ডি টপকেছেন আর দুই ক্রিকেটার। তারা হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৬১৮৯) ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (৬০৬৩)।