:: নাগরিক প্রতিবেদন ::
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৯২।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে যেসব কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে, এমন ১০ কেন্দ্রের ফলাফল জানা গেছে।
১০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল প্রতীক) সর্বোচ্চ ৬ হাজার ৭৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ১ হাজার ৩০৮ ভোট। আর আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) ৬৩৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।
নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন মঙ্গলবার রাত ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন।
এ নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি), জাসদের শাফিয়ার রহমান (মশাল), জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) ও মেহেদী হাসান বনি (হরিণ)।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। নির্দিষ্ট সময় সাড়ে ৪টায় অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে এখনো বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ইভিএমে ভোট দিতে বিলম্ব হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা।
কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে ভোটগ্রহণ শেষ হতে রাত ৮টা বাজতে পারে বলে মনে করছেন তিনি।।