:: নাগরিক নিউজ ডেস্ক ::
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ রোজা রেখে আগামী মঙ্গলবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি ফরিদুল হক খান।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারা দেশে মঙ্গলবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর।
সৌদি আরবে শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় ধারণা করা যাচ্ছিল, রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। সাধারণত সোঁদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারাদেশ থেকে জেলা প্রশাসকদের পাঠানো রিপোর্ট পর্যালোচনা করা হয়। এসব রিপোর্ট থেকে জানা যায়, আজ বাংলাদেশের কোনো অংশ শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এর প্রেক্ষিতে মঙ্গলবার ঈদ হবে বলে কমিটির পক্ষ থেকে ঘোষণা জানানো হয়।