:: ক্রীড়া প্রতিবেদন ::
বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না। এবার দায়িত্ব ছাড়তে যাচ্ছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী ৩১ মে’র পর থেকে বাফুফের নারী দলের দায়িত্বে না থাকার কথা নিশ্চিত করেছেন ছোটন।
হঠাৎ দায়িত্ব ছাড়ার বিষয়ে ছোটন বলেন, ‘কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। সারা বছর মেয়েদের ক্যাম্প থাকার কারণে বন্ধু বা পরিবারকে সময় দিতে পারি না। এরপর সেভাবে মেয়েদের খেলা নেই। সব মিলিয়ে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মাসের ৩১ তারিখ পর্যন্ত থাকব।’
গত বছর নেপালে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন জানিয়ে ছোটন বলেন, ‘সাফ জিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তখন আমাকে চাকরি ছাড়তে দেওয়া হয়নি।’
পদত্যাগের বিষয়ে গোলাম রব্বানী বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে আর কোনো টুর্নামেন্ট করব না। কয়েক দিনের মধ্যে বিষয়টি আমি অফিসিয়ালি চিঠি দিয়ে বাফুফেকে জানিয়ে দেব।’
২০০৯ সাল থেকে নারী দলের দায়িত্ব সামলাচ্ছেন ছোটন। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সবগুলো আসরেই ডাগআউটে ছিলেন তিনি। বয়সভিত্তিকে এমন সাফল্যের পর নতুন করে স্বপ্ন বুনতে থাকে জাতীয় দলকে নিয়ে। সেই প্রত্যাশাও পূরণ করেন ছোটন। গত বছর নেপালে অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তার দল। তাতে মেয়েদের ফুটবলের প্রতি সমর্থকদের আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই চাকরি ছেড়ে দিচ্ছেন ছোটন।
ভবিষ্যৎ গন্তব্য এখনো ঠিক করেননি। তবে গত নভেম্বরে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। এমনটাই জানিয়েছেন ছোটন, ‘সাফ জয়ের পর বাফুফে ৫০০ ডলার বেতন বাড়িয়েছিল আমার। পারিশ্রমিক নিয়ে আমার কোনো অভিযোগ নেই। গত নভেম্বরে বসুন্ধরা আমাকে ভালো অফার দিয়েছিল। কিন্তু বাফুফে আমাকে ছাড়েনি। ভবিষ্যতে কোথায় যাব এনিয়ে এখনো কোনো চিন্তা-ভাবনা করিনি। আগে এখান থেকে বের হই, তারপর বিশ্রাম নেব। বিশ্রামটা জরুরি আমার জন্য। ‘
মাত্র ২২ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন জাতীয় দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী এই ফুটবলার।
অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে স্বপ্না লেখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’
স্বপ্না আরও লেখেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’
স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।