:: নাগরিক প্রতিবেদন ::
বাংলাদেশের নির্বাচনের পরিবেশ দমনমূলক বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে (Clément Nyaletsossi Voule)।
শান্তিপূর্ণ সমাবেশ এবং সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক এই র্যাপোর্টিয়ার বলেছেন, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহবান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদশে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
শুক্রবার নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেছেন, বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহবান পুনর্ব্যক্ত করছি।
ক্লেমা নালেতসোভি ভুলে আরও বলেন, নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।