:: নাগরিক প্রতিবেদন ::
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই কম্পন অনুভূত হয়।
সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
ইউএসজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।