:: নাগরিক প্রতিবেদন ::
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৪৯ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে উত্তর-পূর্বে টাঙ্গাইলে , ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে ছিল। তবে এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এ নিয়ে এ মাসে দুইবার দেশে ভূমিকম্প অনুভূত হলো বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়াবিদ রোবায়েত কবীর বলেন, এর আগে গত মঙ্গলবার দেশের সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঢাকাসহ এর আশেপাশের এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ থেকে ১৮ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।