:: নাগরিক প্রতিবেদন ::
রাজধানীর যাত্রাবাড়ীতে কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আহমেদ বলেন, ভোর ছয়টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টির ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রেস্তোরাঁর ভেতরে থাকা কর্মীরা ভবনটির ছাদে গিয়ে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টহল টিমও ঘটনাস্থলে যায়।
কীভাবে আগুনের সূত্রপাত এ প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনোমনি শর্মা জানান, বাইরে থাকা ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে মিটারে আগুন লাগলে পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। এরপর ভবনের প্রতিটি তলায় আগুন ছড়িয়ে পড়ে।
এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
সকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, আগুন লাগার খবরে সকাল সোয়া ৬টার দিকে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। তীব্রতা দেখে পরে আরও ৯টি ইউনিট যুক্ত হয়।
এই কর্মকর্তা বলেন, ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তা নেভাতে আরও কিছু সময় লাগছে। ওই সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রেস্তোরাঁর ভেতরে থাকা কর্মীরা ভবনটির ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।