পিটিয়ে মারে শিক্ষক রে
–শহীদুল জাহীদ
শিক্ষক কে দেয় চটকনা,
কেউ তো কিছুই বলবা না।
কানে ধরে ওঠায় বসায়,
গালে চড় জোরসে কষায়।
এবার দেখি পিটিয়ে মারে,
অসহায় সব শিক্ষক রে।
এই যদি হয় জাতির হাল,
যাচ্ছে সবে রসাতল।
দিচ্ছ তারে গালাগাল
সবাই বলে কলির কাল!
শিক্ষক তোমার হাতে ছাতা,
পায়ে থাকবে ছেঁড়া জুতা,
দেহের ঘাম চুয়ে চুয়ে
পাঞ্জাবিটা মলিন হয়ে,
খালি পকেট থাকবে হাওয়া,
সবাই বলবে- পরম পাওয়া!
ভাসবে তুমি চোখের জলে,
সবাই দেখি এমনই বলে!
মানবতার বলাৎকার,
অসভ্যতার চিৎকার,
পচা গলা সমাজ ব্যাধি,
অন্ধরে আলো কেন রে সাধি?
চোখ কান বন্ধ রাখ,
জান টা নিয়া বাইচা থাক।
লেখক: কবি, কলামিস্ট ও অধ্যাপক, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়