মারিয়ানা প্রাপ্তির কবিতা

ইতি অপরিণীতা

-মারিয়ানা প্রাপ্তি

শুনছো,
হুম, তোমাকেই বলছি! কিছু কথা ছিল..
না, আজ আমি তোমার প্রিয় নীল শাড়ি পড়ে আসিনি, সাজিনি তোমার নীলাঞ্জনা..
উহু,আমি আজ জীবনানন্দের বনলতা সেন হওয়ারও বৃথা চেষ্টা করিনি, এসেছি আপন সাজে।
যদি তুমি আমার চোখের নিচের কালো দাগ গুলো দেখে হতাশ হও..
তোমার মনে আমাকে নিয়ে বিরক্তি কাজ করে
তবে আর যাই হোক আমি তোমার প্রেম নই, ক্ষণিকের ভ্রম।
যদি আজ আমার ঘর্মাক্ত হাত ধরতে তোমার অস্বস্তি হয়,
তবে এই হাতে কাঁচের চুরির রিনিঝিনি শব্দ শোনার তোমার কোনো অধিকার নেই।
আমি ফুল নই, আমি নারী..
তাই ফুলের সৌরভ আমি তোমায় বিলাতে পারব না,
যদি সুগন্ধি দিয়ে তোমায় ভোলাতে হয়, আলমারির সবচেয়ে সুন্দর জামাটা পরে, রুক্ষ চুলগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করে তোমার সামনে দাঁড়াতে হয়, তবে তুমি আমার প্রেম নও, কেবল মোহ।
যদি তোমার সাথে প্রাণখুলে কথা বলতে আমার দ্বিধা হয়, কিছু অব্যাক্ত কথা বুকের ভেতরেই গুমরে মরে তবে তুমি আমার বন্ধু হতে পারো নি, প্রেমিক তো বহুদূর..
সদ্য জ্বর থেকে ওঠা আমার ক্লান্ত মলিন মুখে শুষ্ক, ফেঁটে ওঠা, ফ্যাকাশে ঠোঁট দেখে যদি তোমার বিতৃষ্ণা জাগে তবে জেনে রেখো তুমি প্রেম খুঁজোনি, খুঁজেছো প্রয়োজন!
আমি পটে আঁকা নারী নই, আমার এই রক্তমাংসের শরীর আর মনে হাজারো খুঁত আছে, সেই খুঁত গুলি তোমার কাছে যদি আমার আড়াল করার চেষ্টা করতে হয়, তবে আমার প্রেম মূল্যহীন।
আমি তোমার প্রেম হতে চেয়েছি, বিলাসিতা নই..
ইতি,
অপরিণীতা 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *