আবারও বাংলাদেশের কোচ হাতুরুসিংহে

:: ক্রীড়া প্রতিবেদক ::

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেটে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় মেয়াদ।

দুই বছরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তার। আগামী ফেব্রুয়ারিতে দলের সঙ্গে যোগ দেবেন ৫৪ বছর বয়সী এই লঙ্কান কোচ। 

মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চান্ডিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার জানাবোঝা থাকায় কাজ করতে সুবিধা হবে। যা বাংলাদেশ দলকে উপকৃত করবে।’ 

তিনি জানান, প্রথম মেয়াদে বাংলাদেশ দলের সঙ্গে ভালো কাজ করেছেন তিনি। হাথুরু খুব কৌশলী কোচ এবং তার প্রভাব জাতীয় দলে আগেও পড়েছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরে হাথুরু বিসিবির বার্তায় বলেছেন, ‘আবারও আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করা আমার জন্য সম্মানের। এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি আমার খুব প্রিয়। খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করতে এবং তাদের সাফল্য এনে দিতে মুখিয়ে আছি।’

এর আগে লঙ্কান কোচ হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ইংল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ওঠে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতে। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন তিনি।

তবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে টিকতে পারেননি হাথুরু। একটু বেশি অর্থের কারণে বাংলাদেশ ছেড়ে দায়িত্ব নেন শ্রীলঙ্কার ক্রিকেটে। কিন্তু সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তিন বছরের চুক্তি থাকলেও মাঝ পথে হাথুরুকে বিদায় বলে লঙ্কান ক্রিকেট।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর সম্পর্কটা শেষের দিকে দা-কুমড়োর মতো হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার রসায়নটা ছিল ভালো। সেই রেশ ধরেই হয়তো আবার হাথুরু ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে।

হাথুরুসিংহেও বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছেন, ‘আরও একবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ মিলছে, এটা অনেক বড় সম্মানের বিষয়।’

‘যখনই সেখানে গিয়েছি, সেখানের মানুষজনের উষ্ণতা ও বাংলাদেশের সংস্কৃতিটা আমার বেশ ভালো লেগেছে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে, তাদের সাফল্য উপভোগ করতে আমি মুখিয়ে আছি।’

বিসিবির প্রধান কার্যনির্বাহী নিজামউদ্দিন চৌধুরী হাথুরুসিংহেকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘চন্ডিকার অভিজ্ঞতা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার জ্ঞান তাকে বেশ সুবিধা দেবে, খেলোয়াড়রাও উপকৃত হবে। সে একজন পরীক্ষিত টেকনিশিয়ান। তার প্রথম অ্যাসাইনমেন্টে আমরা দেখেছি সে জাতীয় দলে কেমন প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন হাথুরু। মঙ্গলবার তিনি ওই দায়িত্ব ছেড়েছেন বলে নিউ সাউথ ওয়েলস এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে বেশ কিছু বড় নাম থাকলেও তারা ফুল টাইম কাজ করতে চান না বলে হাথুরুর সঙ্গে পুনরায় চুক্তি করেছে বিসিবি।

সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল বিসিবি। তবে এবার সেখানেও এসেছে পরিবর্তন। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটে একই কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫ জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *