:: নাগরিক প্রতিবেদন ::
আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে একই দাবিতে অবস্থান কর্মসূচি দিল দলটি।
বিএনপির যুগপৎ আন্দোলনের সহযাত্রী গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির সমমনা ১২-দলীয় জোটও একই কর্মসূচি ঘোষণা করেছে।
নয়াপল্টনে স্মরণকালের বৃহৎ মহাসমাবেশ করে বিএনপি। এতে দলটির কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে শনিবার ঢাকার প্রবেশপথে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে দলের পক্ষ থেকে জানানো হয় রাজধানীর চারটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি উত্তরা বিএনএস সেন্টারের উল্টোপাশ ও গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াবাজার দলীয় অফিসের সামনে ও যাত্রাবাড়ী ধনিয়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে সমাবেশে দেয়া বক্তব্যে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের ঢাকায় অবস্থানের পরোক্ষ ইঙ্গিত দেন। দলীয় সূত্র জানিয়েছে, শনিবারের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলে পরবর্তী দিনের কর্মসূচি দেয়া হবে। আর কর্মসূচিতে বাধা বা বলপ্রয়োগ হলে তাৎক্ষণিক কঠোর কর্মসূচি আসবে।
বিপুল লোক সমাগমের মহাসমাবেশ থেকে বিএনপি নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ নেই। বেলা সোয়া ২টায় সমাবেশ শুরুর পর দফায় দফায় তুমুল বৃষ্টি হলেও বিএনপি’র লাখো নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান করে নেতাদের বক্তব্য শোনেন। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি ঘোষণার আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বক্তব্য প্রচার করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ওপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আমাদের সামনে এখন একটি মাত্র লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই।
তিনি বলেন, আশা করবো প্রশাসন কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমাদের ছয়শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। গত দুইদিনে মহাসমাবেশে যোগ দিতে আসা কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে কী আমাদের থামানো যাবে? আমরা পুলিশকে, প্রশাসনকে বলতে চাই, আপনারা এই ভয়াবহ একটা দলীয় সরকারের বেআইনি আদেশ-নির্দেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না।’
সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার মেগা প্রকল্পের মাধ্যমে লুটপাট করছে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। ডেঙ্গুর কোনো চিকিৎসা হচ্ছে না। সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে ভোটের অধিকার নষ্ট করে। মানুষ এখন ভোট দিতে যায় না। ঢাকা-১৭ আসনে ভোটে কী হয়েছে? ওখানে তাকেও (হিরো আলম) সহ্য করতে পারেনি। মেরেছে, পিটিয়েছে। তারপরও দেখা গেল মাত্র ৫ শতাংশ ভোট দিয়েছে। নেত্রকোনায় ভোট হয়েছে। কেউ অংশ নেয়নি আওয়ামী লীগ ছাড়া।
চলমান আন্দোলন নিয়ে ফখরুল বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। সবাই একমত হয়েছি, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সরকার আবারো ভোট চুরির নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারো জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় আসতে চায়। সেই সুযোগ আর পাবে না। শুধু আমরা নই, বাইরের দেশগুলোও বলছে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চায়। তাদের (সরকার) অপকর্মের জন্য র্যাবের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়। আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। লাখ লাখ মামলা দেয়া হয়েছে নেতাকর্মীদের নামে।
একদফা আন্দোলনের লক্ষ্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সমস্ত দলগুলো, যারা আন্দোলনে থাকবে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবো। আজকে আমরা শুধু একা নই। বাইরের দেশগুলো, আন্তর্জাতিক বিশ্ব তারাও বলছে তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সরকারকে আবারো আমরা স্পষ্ট করে বলতে চাই, বেআইনি গ্রেফতার বন্ধ করুন, যারা কারাগারে আছেন তাদের ছেড়ে দিন। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভালো চাইলে আমাদের একদফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।
মহাসমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘সবাই ক্লান্ত নাকি? যুদ্ধ করতে হবে। লড়াই, সংগ্রাম করতে হবে না? ক্লান্ত হলে হবে না। নতুন ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে তরুণদের। এজন্য আমাদের লড়াই, সংগ্রাম করতে হবে।’ এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশবিশেষ শোনান।
মহাসমাবেশে ‘চমক’ আছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। পরে তারেক রহমানের একটি অডিও বক্তব্য প্রচার করা হয়। তারেক রহমানের বক্তব্যের পরে বিএনপি মহাসচিব শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে ৭ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
মহাসমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলন করা যাবে না। এবারো অনুমতি চাইনি। শুধু অবহিত করেছিলাম। আমাদের অনুমতির আর কোনো প্রয়োজন নেই। আজকের এই জনসমুদ্র রায় দিয়ে গেল, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আর কেউ বাধা দিতে পারবে না। জনগণ ফুঁসে উঠেছে। এদের আর থামাতে পারবেন না। একমাত্র রাস্তা হলো ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমাদেরও দাবি তাই। সরকারের পদত্যাগ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ এই সরকারের পাশে নাই। মির্জা আব্বাস বলেন, যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেলে বা আত্মীয়ের বাড়িতে। যাদের আত্মীয়ের বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমি তাদেরকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। না হলে ’৯০-এর মতো জেলের তালা ভেঙে আনবো। এ সময় মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শন করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেখেন জেলখানায় কীভাবে বিএনপি’র নেতাকর্মীরা অসহনীয় কষ্টে আছে।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু আদালত তাকে জামিন দিলো না কেন? কারণ, এই উচ্চ আদালত, নিম্ন আদালত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখতে চায়। সুতরাং যে আদালতে শেখ হাসিনার হাতের মুঠোয়, যে প্রশাসন তার হাতের মুঠো থেকে বেরুচ্ছে না সেই অবস্থায় ফয়সালা করতে হবে রাজপথে। যারা ঢাকায় আছেন, তারা ঢাকায় থাকেন। শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত ঘরে ফিরবেন না।
ড. আবদুল মঈন খান বলেন, আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্র কায়েম করবো। খালেদা জিয়ার নির্দেশক্রমে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে। আজকের মহাসমাবেশ এই প্রত্যয় ব্যক্ত করছে।
সরকারের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের অধীনে নির্বাচন হবে, এটা ভুলে যান। সংবিধান রেখেছেন, সংবিধান তো গিলে খেয়ে ফেলেছেন। এখন কোনো সংবিধান আছে? নির্বাচন কমিশন আছে? আমার বাংলাদেশের মানুষের ভোটাধিকার আবার চুরি করবেন, এটা হবে না। সংবিধান আপাতত একদিকে থাকুক।
তিনি বলেন, ‘এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় ইন্টারনেট নাই। বিএনপি’র যখন সমাবেশ হয় তখন ইন্টারনেট থাকে না। যারা এই ইন্টারনেট বন্ধের পেছনে কাজ করছেন তারা ভোট চোরদের দালাল হিসেবে কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ভোট চোরের দালালরা সাবধান হয়ে যান। আপনারা ভোট চোরের দালাল হিসেবে চিহ্নিত হয়ে গেছেন, আপনারা ভোট চুরির প্রকল্পে কাজ করছেন।
মহাসমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশীদ, আবদুস সালাম আজাদ, মাহবুবুর রহমান শামীম, আসাদুল হাবিব দুলু, সাখাওয়াত হোসেন জীবন, মোস্তাক মিয়া, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, তাঁতি দলের আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।