ঢাকা ওরিয়েন্টাল কলেজে বিদায় অনুষ্ঠান ও মিলাদ অনুষ্ঠিত

:: জারিন তাসনিম আহমেদ ::

ঢাকা ওরিয়েন্টাল কলেজের এইচএসসি ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ অক্টোবর দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোহাম্মাদ মাসুদুর রহমান।  

বাদ জোহর বার্ষিক মিলাদ মাহফিলে কোরআন তেলওয়াত করেন ঝুমা আক্তার।

মার্কেটিং বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার সোনিয়া ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রোজলীন গোমেজের যৌথ সঞ্চালনায় বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল আরও উপস্থিত ছিলেন ঢাকা ওরিয়েন্টাল কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপক আবু তাহের ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ক্ষমা রাণী দাস, উচ্চতর গণিত বিষয়ের সহকারী অধ্যাপক আনোয়ার পাশা, সহযোগী অধ্যাপক ফাতেমা খাতুন, পৌরনীতি বিষয়ের প্রভাষক রুমা বাগচী, মার্কেটিং বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার সোনিয়া, ভুগোল বিষয়ের প্রভাষক খাদিজা আক্তার শিলা, সামাজিক বিজ্ঞানের প্রভাষক আফরোজা সুলতানা বরণ, জীববিজ্ঞানের প্রভাষক জিকরুর রেজা সুমি, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জারিন তাসনিম আহমেদ, কৃষি বিজ্ঞান বিষয়ের প্রভাষক সীমা আক্তার শিমু, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক নৃপেন্দ্রনাথ মণ্ডল, আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক রোজলীন গোমেজ, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহাম্মাদ আখতারুজ্জামান সুমন, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন প্রমুখ।

উপস্থিত ছিলেন দ্বাদশ শ্রেনীর কৃতি শিক্ষার্থী হালিমা আক্তার, শাহরিয়া মিম, পৃথ্বী ডি কস্টা, মারিয়া আক্তার, মিম আক্তার মিতু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে মিলাদ মাহফিল আয়োজক  ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া কামনা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা ওরিয়েন্টাল কলেজের বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও কলা বিভাগ থেকে  ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।  

লেখক: প্রভাষক, ব্যবস্থাপনা, ঢাকা ওরিয়েন্টাল কলেজ

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *