নয়াপল্টনেই সমাবেশ করতে অনঢ় বিএনপি

:: নাগরিক প্রতিবেদন ::

ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের করার অনুমোদন দিলেও রাজধানীর নয়াপল্টনেই সমাবেশ করতে অনঢ় বিএনপি।  

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনেই সমাবেশ করতে বদ্ধপরিকর। আমরা বলে আসছি, নয়াপল্টনে সমাবেশ হলে কোনো ধরনের যানজট হবে না। তাছাড়া নাগরিক দুর্ভোগও সৃষ্টি হবে না।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) ২৬টি শর্ত জুড়ে দিয়ে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছে ডিএমপি। এ সংক্রান্ত একটি চিঠি এদিন বিকালে রুহুল কবির রিজভীকে পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যানজট ও নাগরিক দুর্ভোগের কথা চিন্তা করে নয়াপল্টনের বদলে সোহরাওয়ার্দী উদ্যানে শর্তাবলী যথাযথ পালন সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হলো।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা পল্টনে সমাবেশ করার সিদ্ধান্তেই আছি। এখন পর্যন্ত এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত। কেন আমরা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চাই না, সেটাও আপনাদের শিগগির জানিয়ে দেয়া হবে। কী কী কারণে আমরা সোহরাওয়ার্দী উদ্যান চাচ্ছি না, তার বিস্তারিত আমরা তুলে ধরব।’

নয়াপল্টনেই কেন সমাবেশ করতে চায় বিএনপি- এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা তো সবসময় পার্টি অফিসের সামনেই সমাবেশ করি, এটা না দেয়ার কিছু নাই। কত লোক হবে সেটা তো বলতে পারছি না, তবে আমাদের সমাবেশগুলো মহাসমাবেশে রূপ নিচ্ছে।’

গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সম্মেলন করার মাধ্যমে বিএনপি প্রায় দু’মাসব্যাপী তাদের কর্মসূচি শুরু করে, যা ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর ও সিলেটে সমাবেশ করেছে বিএনপি। এই বিভাগীয় সম্মেলনের অংশ হিসেবেই ঢাকার সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে জানাচ্ছেন বিএনপি নেতারা।

বিএনপির নেতা সেলিমা রহমান বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশটিও বিভাগীয় সমাবেশ হিসেবেই করা হচ্ছে। আর সেজন্যই আমরা পল্টনেই চেয়েছি।’

সোহরাওয়ার্দী উদ্যান বা আর কোনো মাঠ বা ভেন্যু নয় কেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের তো কোনদিনই সোহরাওয়ার্দী উদ্যান দেয় না, আমাদের তো কোনদিনই কোনো জায়গা দেয় না (সমাবেশ অনুষ্ঠানের জন্য)।’

আর এজন্যই পার্টি অফিসের সামনে বিএনপি সমাবেশ করার অনুমতি চেয়েছে বলেও জানান তিনি।

সেলিমা রহমান বলেন, ‘আমাদের যেটা ভেন্যু আমরা চেয়েছি পার্টি অফিসের সামনে। এটা আমাদের জন্য সুবিধা হয়, সেজন্য আমরা চেয়েছি।’

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমাবেশের জন্য নয়াপল্টনই তাদের পছন্দ কারণ সবসময় সেখানেই সমাবেশ করে আসছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক কিছু তৈরি হয়েছে। সেখানে মূলত তেমন কোনো মাঠ নাই।

তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে পল্টনে মিটিং করেন কোনো সমস্যা নাই।’

এখন যদি কোনো কারণে বাধা আসে তাহলে সেটার কারণ বোধগম্য হবে না বলেও মনে করেন তিনি।

মাহমুদ বলেন, ঢাকা সিটির মাঝখানে আগে পল্টন ময়দান ছিল, যেখানে বিএনপি জনসমাবেশ করতো সবসময়, পাকিস্তান আমল থেকে ওখানে সমাবেশ করা হতো, সে মাঠটা আর এখন রাখা হয়নি, সেটা খেলার মাঠ বানিয়ে দেয়া হয়েছে। তারপরে রেসকোর্স ছিল, রেসকোর্সে এখন অনেক অট্টালিকা হয়েছে। ওখানে একটা কোণার মধ্যে মিটিং করলে কেমন হবে? যেহেতু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *