মনিরুজ্জামান প্রমউখের কবিতা

ষড়যন্ত্র 

মনিরুজ্জামান প্রমউখ

এই যে এতো এতো রসদ জীবনব্যাপ্তির।

এতো অনুপমা বাসর।

ভেতরের পৃষ্ঠাগুলো উল্টে গেলে,

নিশ্চিত বেরিয়ে আসে,

বিবশ অসমাপিকা।

তবু তার অনুরক্ত না হয়ে,

মানুষ ভালোবাসতে চায় ভালোবাসা।

কিন্তু সভ্য সভ্যতার পলিটিক্স সমাপিকার আবরণগুলোয় ভরে দেয় বিবমিষা।

ভালোবাসার অনুরেণু হতে মুছে দেয় ভূমিকা।

পাতাঝরার মতো ঝরে পড়ে যায় হৃদয়ের সুবোধ সততা।

জন্ম হয় এক অশালীন নির্বোধ ষড়যন্ত্র।  

তোমাকে ভালোবাসার যে ইতিকথা আগামীর পৃষ্ঠায় জমা হবে,

পর্বে পর্বে গহীন সিক্ততায়।

সেখানে কী কোনো অবর্ণীত বীজ বুনে রেখেছো,

ষড়যন্ত্র নামক শিষ্টাচার বর্জিত শব্দটির অব্যবচ্ছেদপত্র?

কখনো কখনো যে আকুল করে পেতে চাওয়ার ভর সইতে পারে না ভালোবাসা।

তার বিরুদ্ধ পৃষ্ঠে কেউ কেউ বুনে যায় রক্তিম ষড়যন্ত্র। 

*****************************

মনিরুজ্জামান প্রমউখ

পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর

হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *